ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মে ২৪, ২০২০
বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

আবারো করোনা ভাইরাস হানা দিলো বলিউডে। কণিকা কাপুর, পূরব কোহলি ও মোরানি পরিবারের পর এবার এই মহামারিতে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার। তিনি নিজেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

কিরণ কুমারের বরাত দিয়ে দ্য হিন্দুস্তান টাইম জানায়, শনিবার (২৩ মে) অভিনেতা নিজেই করোনা আক্রান্ত হাওয়ার বিষয়টি সবাইকে জানিয়েছেন। গত ১৪ মে তার করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। তখন থেকেই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।  

কিরণ কুমার বলেন, জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টজনিত কোনরকম সমস্যা বা করোনার অন্য কোনো উপসর্গ আমার নেই। আমি সুস্থ আছি, ১০ দিন ধরে নিজ বাড়িতে পরিবারের সবার থেকে আলাদা রয়েছি। সবকিছু নিজেই করছি।

৭৪ বছর বয়সী এই অভিনেতা আরো জানান, গত ১৪ মে অন্যকিছু মেডিক্যাল পরীক্ষার জন্য তিনি হাসপাতালে যান। তখন একসঙ্গে তিনি করোনারও পরীক্ষা করান। পরে সে ফল পজিটিভ আসে। দুই-তিনদিনে মধ্যে তার পুনরায় করোনার পরীক্ষা করানো হবে।
 
প্রয়াত অভিনেতা জীবন কুমারের ছেলে কিরণ কুমার। বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। ‘মুঝসে দোস্তি করোগে’, ‘জুলি’র মতো অসংখ্য বলিউড সিনেমায় অভিনয় করেছেন কিরণ কুমার। এছাড়া ‘মিলি’, ‘গৃহস্তি’, ‘জিন্দেগি’র মতো ধারাবাহিকে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।