ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সালমান খানের ঈদের গান ‘ভাই ভাই’ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মে ২৬, ২০২০
সালমান খানের ঈদের গান ‘ভাই ভাই’ প্রকাশ্যে

করোনা ভাইরাসের কারণে এবার ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পায়নি বলিউড সুপারস্টার সালমান খানের নতুন কোনো সিনেমা। তবে ভক্তদের নিজের গাওয়া নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।

ঈদের দিন নিজের গাওয়া তৃতীয় গান ‘ভাই ভাই’ প্রকাশ করেছেন ভাইজান। এটি সবার জন্য ঈদ উপহার বলে জানিয়েছেন তিনি।

 

সালমান খান সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করে লেখেন, আমি আপনাদের সবার জন্য কিছু একটা তৈরি করেছি। দেখে বলবেন কেমন লাগলো। আপনাদের সবাইকে ঈদ মোবারক।  

লকডাউনে বন্ধুদের সঙ্গে পানভেলের ফার্ম হাউসে রয়েছেন সালমান খান। সেখানেই গৃহবন্দি হয়ে নিজের গাওয়া গান তৈরি করে প্রকাশ করলেন তিনি।

কিছুদিন আগে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে মুক্তি পেয়েছে সালমানের ‘তেরে বিনা’। এছাড়া এর আগে এই অভিনেতার প্রথম গান প্রকাশ পায়। ‘ভাই ভাই’ হচ্ছে তার তৃতীয় একক।

***‘ভাই ভাই'র গান

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।