ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আত্মহত্যা করলেন ‘ক্রাইম প্যাট্রোল’ অভিনেত্রী প্রেক্ষা মেহতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
আত্মহত্যা করলেন ‘ক্রাইম প্যাট্রোল’ অভিনেত্রী প্রেক্ষা মেহতা প্রেক্ষা মেহতা

ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ক্রাইম প্যাট্রোল’ অভিনেত্রী প্রেক্ষা মেহতা আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ মে) ইন্দোরে তার বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।  

আগে মধ্যপ্রদেশে মঞ্চে অভিনয় করতেন প্রেক্ষা মেহতা।

২০১৮ সালে তিনি মুম্বাইয়ে নতুন মাত্রায় ক্যারিয়ার শুরু করেন। জনপ্রিয় টিভি সিরিজ ‘ক্রাইম প্যাট্রোল’, ‘লাল ইশ্ক’ ও ‘মেরি দুর্গা’তে অভিনয় করেন তিনি।  

সিনেমাতেও পদার্পণ করেছিলেন এই উদীয়মান অভিনেত্রী। বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ সিনেমায় অভিনয় করেন প্রেক্ষা।  

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রেক্ষা একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তার ইনস্টাগ্রামে। তিনি লেখেন, ‘সবচেয়ে বেশি খারাপ লাগে যখন স্বপ্নগুলোর মৃত্যু হয়। ’

ধারণা করা হচ্ছে, হতাশাজনিত কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী।

এর আগে ১৫ মে আরেক অভিনেতা মনমীত গ্রেবাল আত্মহত্যা করেন। ভারতে চলমান লকডাউনের কারণে অর্থনৈতিক দৈন্যতার মধ্যে ঋণ শোধ করতে পারছিলেন না তিনি। তার স্ত্রীর বক্তব্য এমনই।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।