ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ইয়ামাহা রাইডার্স ক্লাবের আয়োজনে ‘ঈদ মিউজিক্যাল নাইট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ২৭, ২০২০
ইয়ামাহা রাইডার্স ক্লাবের আয়োজনে ‘ঈদ মিউজিক্যাল নাইট’

ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদেরকে নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। যারা বিভিন্ন বাইকিং অ্যাক্টিভিটির সঙ্গে সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। দেশব্যাপী রয়েছে তাদের ৪৫ হাজারেও বেশি সদস্য। 

মঙ্গলবার (২৬ মে) ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ মিউজিক্যাল নাইট। অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই স্পন্সর ছিল ইয়ামাহা এবং অনলাইন পার্টনার ছিল বাইক বিডি ও দেশি বাইকার নামে দুটি অনলাইন বাইক পোর্টাল।

 

পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়  ইয়ামাহা রাইডার্স ক্লাবের ফেসবুক পেজ থেকে। এ ছাড়াও ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠান জুড়ে ছিল ব্যান্ড সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জনপ্রিয় সব গান। অনুষ্ঠানে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের অনুরোধে বাপ্পা মজুমদার তার জনপ্রিয় সব গান পরিবেশন করেন।  

অনুষ্ঠানটি চলাকালে অনলাইন ভিউ ছিল চোখে পড়ার মতো। করোনা সংক্রমণের কারণে যেহেতু এবারের ঈদটি সবাই প্রায় ঘরে থেকেই কাটিয়েছেন, সেহেতু এই ধরনের একটি ব্যতিক্রমী আয়োজন সবার কাছ থেকেই প্রশংসা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ২৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।