ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে পুরনো ও নতুন ফুটেজে অর্ণবের ‘চোরা কাঁটা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ২৮, ২০২০
ঈদে পুরনো ও নতুন ফুটেজে অর্ণবের ‘চোরা কাঁটা’ অর্ণব

অর্ণব ছিলেন কলকাতায়। রাজীব আশরাফ হঠাৎ করে লকডাউনের দিনে পাঠিয়ে দিলেন একটা গান। একটা লিরিক অর্ণবের কাছে। লিরিকটা দেখার পরেই অর্ণব গিটার নিয়ে বসে গেলেন সুর করতে।

সুর হলো, সুর হওয়ার সাথে সাথেই অর্ণব পাঠিয়ে দিলেন তার বন্ধুদের কাছে যারা গানটি বাজাবেন। সবাই যার যার ঘরে গানটা বাজালেন।

বাজানোর পর আবার অর্ণবের কাছে পাঠালে মাস্টার মিক্সিং হলো। তারপরে এটা চলে গেল অর্ণবেরই বন্ধু আবরারের কাছে। পুরোনো কিছু ফুটেজের সঙ্গে নতুন কিছু সংযোজন করা হলো।  ঘরে থেকে শুট করে সবাই পাঠিয়ে দিলেন, আর সেসব নিয়ে আবরার বানালেন একটা ভিডিও। এভাবেই গানচিলের ঈদের নিউ নরম্যাল গান চলে এলো।

‘চোরা কাঁটা’ এই ঈদে অর্ণবের একমাত্র গান। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অর্ণবের একমাত্র ঈদের গান ‘চোরা কাঁটা’। গানটি ইউটিউবের পাশাপাশি শুনতে পারবেন বাংলাদেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপসগুলোতে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ২৮, ২০২০
ওএফবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।