ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

স্যামুয়েল হক’র গীতিকাব্যে বাপ্পা মজুমদারের গান ‘মাঝে মাঝে’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ২৯, ২০২০
স্যামুয়েল হক’র গীতিকাব্যে বাপ্পা মজুমদারের গান ‘মাঝে মাঝে’  বাপ্পা মজুমদার

গুণী সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। শ্রোতাদের মনে তার জন্য রয়েছে আলাদা জায়গা। অনবদ্য সব গান দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রজন্মের অন্যতম সেরা সংগীত তারকা হিসেবে। 

ঈদ আয়োজনে জনপ্রিয় এই সংগীতশিল্পীর কণ্ঠের একটি গান প্রকাশ পেয়েছে। এর শিরোনাম ‘মাঝে মাঝে’।

দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রকাশ হচ্ছে গানটি।

গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। এর সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদি। গানের ভিডিও নির্দেশনায় ছিলেন এস আর রুমেল।  

এ গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘মহামারি করোনাভাইরাসের কারণে এবার সেভাবে কাজ করা হয়নি। 'মাঝে মাঝে' গানটি করোনার আগেই করে রেখেছিলাম। তাই এই ঈদে শ্রোতাদের জন্য আমার এটাই উপহার। আশা করছি, সবার ভালো লাগবে। ’

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৯, ২০২০
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।