ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সুমিত-একতার ঘরে এলো নতুন অতিথি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ৪, ২০২০
সুমিত-একতার ঘরে এলো নতুন অতিথি

বলিউড অভিনেতা সুমিত ব্যাস ও টেলিভিশন অভিনেত্রী একতা কাউল দম্পতিদের ঘরে এসেছে নতুন অতিথি। তারা প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন।

বৃহস্পতিবার (০৪) সকালে সুসংবাদটি জানিয়েছেন সুমিত নিজেই। টুইটারে তিনি লেখেন, আমাদের ছেলে হয়েছে।

তাকে ভেড নামে ডাকা হবে।  

গত এপ্রিলে সুমিত-একতা দম্পতি তাদের প্রথম সন্তান আসার খবর সবাইকে জানান। একতা বেবি বাম্পসহ ছবি পোস্ট করেন ইন্সটাগ্রামে। তখন তিনি মা হাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাদের অভিনন্দন জানান।

২০১৮ সালের সেপ্টেম্বরে জাম্বুতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন সুমিত ব্যাস ও একতা কাউল। বিয়ের আগে তাদের লম্বা সময়ের পরিচয় ছিল। সে থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে এবং একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন।  

‘পারমানেন্ট রুমমেটস’ অ্যান্ড ‘ট্রিপলিং’ ওয়েব শোয়ের জন্য সুমত বেশ পরিচিত। এছাড়া তিনি ‘ভির দি ওয়েডিং’ ও ‘রিবন’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এছাড়া একতা কাউল নিয়মিত টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুন ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।