ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হৃদয়ের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় মোনালিসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ৪, ২০২০
 হৃদয়ের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় মোনালিসা

সংগীতশিল্পীর পাশাপাশি ভিডিও নির্মাতা হিসেবেও ইতোমধ্যে দক্ষতার পরিচায় দিয়েছেন হৃদয় খান। করেছেন অভিনয়ও। এবার এই গায়ক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা। নাম ‘ট্রাপড’। এতে হৃদয়ের সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মোনালিসা।

বেশ কিছুদিন আগেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ঈদুল আযহায় ছাড়া হবে সিনেমাটির গান।

এরপর মুক্তি পাবে ‘ট্রাপড’। এর শুটিং হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

হৃদয় খান জানালেন, ‘প্রথমে সিনেমার গান মুক্তি দেওয়া হবে, এরপর সিনেমা। ছাড়া হবে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গান-সিনেমা দুটো নিয়েই আমি বেশ আশাবাদি। ’ 

সিনেমায় হৃদয়ের কণ্ঠের ‘অচেনা’ শিরোনামের গানের কথা লিখেছেন আরিফ মোতাহার। গাওয়ার পাশাপাশি সুর-সংগীত যথারীতি হৃদয়েরই।  

সিনেমা নির্মাণ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘শৈশব থেকেই ভিডিওগ্রাফির প্রতি আমার মোহ ছিল। সংগীতের আগে থেকে ভিডিওগ্রাফি করি। তবে কেবলই সখের বসে। ভিডিও সম্পাদনা, কালার গ্রেডিংয়ের কাজও করেছি টুকটাক। কিন্তু নিজে অভিনয় ও পরিচালনা করাটা সত্যিই কঠিন। তবে সবখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, সবসময়। ’

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।