ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আদনান রুশদীর ‘নদী ছল ছল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ৭, ২০২০
আদনান রুশদীর ‘নদী ছল ছল’

সংগীতশিল্পী আদনান রুশদী ‘নদী ছলছল’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন। গানটিতে কথা ও সুর করেছেন প্রয়াত মশাররফ হিরা। এর সংগীতায়োজন করেছেন আদনান রুশদী নিজেই।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘আদনান রুশদী প্রোডাকশন’-এ গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে আদনান রুশদী বলেন, এ পর্যন্ত যতগুলো গান গেয়েছি এবং সংগীত আয়োজন করেছি তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় গান এটি।

গানের কথাগুলো প্রতিটা মানুষেরই জীবনের সঙ্গে যুক্ত হওয়ার মত। শ্রোতাদের ভালো লাগাতেই আমাদের সার্থকতা।

ড্রামার হিসেবে ক্যারিয়ার শুরু করেন আদনান রুশদী। ২০১১ সালে জি সিরিজ থেকে তার নিজের সংগীত আয়োজনে একক অ্যালবাম ‘স্বপ্নে ভেবে কি হবে’ প্রকাশ পায়। অসংখ্য টিভি ও রেডিও কমারশিয়াল জিঙ্গেল এবং বহু শিল্পীর জন্য গান তৈরি করেছেন তিনি। এছাড়া দুইটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা এবং বহু নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন আদনান।  
গত বছর নভেম্বরে তার সর্বশেষ গান ‘কপাল পোড়া’ প্রকাশিত হয়। সামনের দিনে আরো বেশকিছু নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন বলেও জানান এই সংগীতশিল্পী।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।