ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ব্যান্ডদল বক্ররেখা’র প্রথম গান ‘জীবন তোমাকে চেনে না’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ৯, ২০২০
ব্যান্ডদল বক্ররেখা’র প্রথম গান ‘জীবন তোমাকে চেনে না’ 

দেশের ব্যান্ড সংগীতপ্রেমিদের জন্য নিজেদের প্রথম গান নিয়ে হাজির হয়েছেন ব্যান্ডদল বক্ররেখা’র সদস্যরা। তাদের প্রথম গানটি প্রকাশ্যে এসেছে ‘জীবন তোমাকে চেনে না’ শিরোনামে।


গানটির গীতিকার-সুরকার মূয়ীয মাহফুজ। গাওয়া পাশাপাশি গানটিতে গিটার বাজিয়েছেন মূয়ীয।

বেস গিটারে সঞ্জয়, হারমোনিকায় আরিফ আব্দুল্লাহ ও ড্রামস বাজিয়েছেন স্বপন হোসাইন। অতিথি শিল্পী হিসেবে হারমোনাইজ করেছেন নাঈম ও রিদম গিটার বাজিয়েছেন রেজওয়ান। মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন কারিশমা চৌধুরী। গানটির মিক্স-মাস্টার করেছেন রেজওয়ান সাজ্জাদ। সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘জীবন তোমাকে চেনে না’।

এ গান প্রসঙ্গে মূয়ীয বলেন,  গানটির মাধ্যমে বক্ররেখা ব্যান্ডের অডিও প্রকাশের যাত্রা শুরু হল।  এ গানটি ২০১১ সালের দিকে লিখি ও সুরারোপ করি। এটি মানুষের সামাজিক জীবনবোধের কথা বলে, যে সামাজিক শর্তের উপর আমাদের এই জীবন- সে জীবনটা ব্যক্তির কাছে যেন খুবই অচেনা।  বক্ররেখা বরাবরই ভিন্ন রকমের কিছু করার চেষ্টা করে।  গানটি প্রকাশ করার জন্য শ্রোতাদের অনেক অনুরোধ ছিল। কারিশমা চৌধুরীর নির্দেশনায় গানটির চিত্রায়নেও বেশ নতুনত্ত্ব আছে। আশা করি, সবার ভালো লাগবে। এছাড়া খুব শিগগিরই আসছে বক্ররেখার দ্বিতীয় গান।  

২০১৭ সালের ডিসেম্বরে শুরু হয় বক্ররেখা ব্যান্ডের যাত্রা । প্রথম স্টেজ পারফর্মেন্স করে জাহাঙ্গীর নগরে,  ২০১৮ সালের হিম উৎসবে। এরপরে অনেক স্টেজ পরিবেশনার পরে তারা রেকর্ডিং শুরু করে একই বছর। বিভিন্ন নাগরিক আন্দোলনে গান নিয়ে তাদের সোচ্চার অংশগ্রহণ রয়েছে।  

ব্যান্ডটির লাইনআপঃ  ভোকাল ও গিটার- মুয়ীয মাহফুজ, ভোকাল ও হারমোনিকা- আরিফ আবদুল্লাহ, বেস গিটার- সঞ্জয়, ড্রামস- স্বপন হোসাইন, ব্যান্ড ম্যানেজারঃ সারা অরণি।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।