ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সাবেক স্বামী কুৎসা রটাচ্ছেন শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুন ১০, ২০২০
সাবেক স্বামী কুৎসা রটাচ্ছেন শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে

সম্প্রতি শ্বেতা তিওয়ারির সঙ্গে তার সহঅভিনেতা ফাওয়ান খানের ছবি শেয়ার করেন অভিনব কোহলি। যেখানে মাস্ক পরে ফাওয়ানের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শ্বেতাকে। ছবি নিয়ে কোনো মন্তব্য না করলেও, অভিনব কেনো শ্বেতার দিকে কাঁদা ছুড়ছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা।

সহঅভিনেতা হিসেবে ফাওয়ানের সঙ্গে শ্বেতা ছবি তুলতেই পারেন। তাই বলে শ্বেতাকে নিয়ে কুৎসা করা উচিত নয়।

এতে অভিনব নিজেরই মর্যাদা হারাবেন বলেও অনেকে মন্তব্য করতে শুরু করেন। যদিও অভিনবের এই আচরণে পালটা কোনও মন্তব্য করেননি শ্বেতা।

পারিবারিক নির্যাতনের অভিযোগ দায়ের করে অভিনব কোহলির ঘর ছাড়েন শ্বেতা তিওয়ারি। অভিনব যেমন তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তেমনি তার মেয়ে পলকের গায়েও হাত তুলেছেন। এমন অভিযোগে সরব হয়ে অভিনবের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা।

অভিনব কোহলি পরে জামিনে মুক্ত হয়ে শ্বেতার বিরুদ্ধে সেভাবে কোনও মন্তব্য না করলেও, এবার যা করলেন, তা নিয়ে অনেকের প্রশ্নবিদ্ধ হওয়াটা যুক্তিসঙ্গতই।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ১০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।