ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হাবিবের নতুন গান ‘প্রেমের খেলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ১৩, ২০২০
হাবিবের নতুন গান ‘প্রেমের খেলা’

নিয়মিত গান প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এবার ‘প্রেমের খেলা’ নামে নতুন গান-ভিডিও প্রকাশ করলেন শ্রোতাপ্রিয় এ গায়ক।

মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন, কত ছলনা দেখলি রে মন, আর কোনো দিনও দুঃখ নেবো না এমন, যার লাগিয়া করলি জীবন ভর, সেই মানুষ না হয় যদি পর, প্রেমের খেলা খেলতে কী মনে লয়, এক জীবনে এতো কান্দন কী সয়- লোক শব্দের এ গানের কথা লিখেছেন আলী বাকের জিকো। গাওয়ার পাশাপাশি সুর-সংগীত যথারীতি হাবিবেরই।

 

বৃহস্পতিবার (১১ জুন) এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন হাবিব। ভিডিওতে নিজেই পারফর্ম করেছেন তিনি। গানটির ভিডিও নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন মীর শরিফুল করিম শ্রাবণ।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।