ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মোনালিকে বিয়ে করতে এসে ঘাড়ধাক্কা খেয়ে ফিরছিলেন মাইক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ১৪, ২০২০
মোনালিকে বিয়ে করতে এসে ঘাড়ধাক্কা খেয়ে ফিরছিলেন মাইক! মাইক ও মোনালি

তিন বছর আগেই বিয়ে করলেও এতদিন কেন মুখে কুলুপ দিয়ে ছিলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর? বন্ধু-স্বজন, অগণিত ভক্ত-অনুরাগী সবার কাছে কেন তিনি লুকিয়েছেন? আসল খবর হলো, মূলত ভারতে বিয়ে করতে এসে নাকি ঘাড়ধাক্কা খেয়ে ফিরতে হয়েছিল মোনালির হবু বর মাইক রিখটারকে। তাই চুপিচুপি বিয়ে সেরেছিলেন তারা।

সম্প্রতি মোনালি ঠাকুরের থলের বেড়াল বেরিয়ে এসেছে। তিনি স্বীকার করেছেন, তিন বছর আগেই বিয়ে হয়ে গেছে তার।

এরপর সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। সবার অভিমান মেশানো প্রশ্ন, এত বড় খবর একবার তিনি জানালেনও না? এবার সেই উত্তর নিয়ে সামাজিক মাধ্যমে ফের হাজির হয়েছেন তিনি।

রোববার (১৪ জুন) ইনস্টাগ্রামে মোনালি ঠাকুর তার জীবনের এক স্বর্ণ মুহূর্তকে স্মরণ করেছেন। ২০১৬ সালের ক্রিস্টমাস দিনে মাইক রিকটার ৫০টি গোলাপ দিয়ে মোনালিকে বিয়ের প্রস্তাব করেছিলেন। ঠিক সেই মুহূর্তের ছবিটাই শেয়ার করেছেন মোনালি। সেই আবেগঘন মুহূর্তে মোনালি কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন নিজেই।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালি জানান, ধুমধাম করে বিয়ে করবেন বলেই সমস্ত আয়োজন হয়েছিল। এজন্য সুইজারল্যান্ড থেকে উড়ে এসেছিলেন মাইক, কিন্তু ভিসা ছাড়াই। মাইকের এক শুভাকাঙ্ক্ষী নাকি বলেছিলেন, মাইকের কাছে জার্মান পাসপোর্ট আছে বলে আলাদা কোন ভিসা লাগবে না। সেকথা শুনে মাইক আনন্দে সাতপাঁচ না ভেবেই পা রাখেন ভারতে। কিন্তু এয়ারপোর্টেই বাধে বিপত্তি।

ভিসা ছাড়াই ভারতে ঢোকায় এয়ারপোর্টেই আটকে দেওয়া হয় মাইককে। বেশ কয়েক ঘণ্টা আটকেও রাখা হয়। এদিকে মোনালি বসে রেজিস্ট্রি অফিসে! শেষে মাইকের দেখা না পেয়ে ফোন করতেই জানতে পারেন পুরো ঘটনা। খবর কানে যেতেই বাড়িতে হুলুস্থুল। মোনালি তখন হবু স্বামীকে জেল-হাজত থেকে বাঁচাতে সমানে ফোন করে চলেছেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীকে।

সংবাদমাধ্যমকে সেই অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে হেসে ফেলেন মোনালি। ‘জেলে না গিয়েই প্রায় কয়েদির দশা হয়েছিল মাইকের। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তি বলে আটকে রেখেছিল অনেকক্ষণ। তারপর নিজের দেশে পাঠিয়ে দিতে তাকে তুলে দেওয়া হয় ফিরতি প্লেনে’, যোগ করেন তিনি।

এরপর সেখানেও রয়েছে কাহিনির আরেক মোচড়! আবুধাবিতে নেমে সুইজারল্যান্ডের বিমান ধরার সময় আবারও মাইককে ফিরিয়ে নিয়ে আসা হয় ভারতে। সেটা সম্ভব হয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে। তারপর কোনও মতে বিয়ে সারেন মাইক-মোনালি। এতকিছুর পরও কি আর ধুমধাম আয়োজনে বিয়ে করা যায়! এভাবেই সব প্রশ্নের ইতি টানেন মোনালি।

মাইক রিখটারের সঙ্গে মোনালির একটি রোমান্টিক মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ৯ জুন।

আরও পড়ুন: তিন বছর আগেই বিয়ে করেছেন মোনালি ঠাকুর

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।