ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদ-শাওনের প্রথম সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০
হুমায়ূন আহমেদ-শাওনের প্রথম সেলফি শাওন-হুমায়ূন আহমেদ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ৮ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে হুমায়ূন আহমেদের সঙ্গে তোলা ছবিকে প্রথম সেলফি হিসেবে উল্লেখ করে বলেন, কোলন সার্জারির ৭ম দিনে বেলভিউ হাসপাতাল থেকে বাসায় ফেরার ছুটি পেয়ে আনন্দিত হুমায়ূন বলেছিলেন- ‘এসো দু’জনের একটা ছবি তুলি!’

শাওন আরও বলেন, এটা আমাদের প্রথম সেলফি! আর এভাবে ছবি তোলাকে যে সেলফি বলে ওই সময়ে তা জানতাম না, শুধু মুহূর্তটা বন্দি করতে চেয়েছিলাম। দিনটি ছিল সোমবার- ১৮ জুন, ২০১২।

 

এরপর শাওন পরে দু’জনের আরও বেশ কিছু ছবি ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন। সঙ্গে কলকাতার জনপ্রিয় কবি শ্রীজাত’র একটি কবিতা, যেটা জনপ্রিয় গান হিসেবে অত্যধিক প্রশংসিত-

“চুপ মুহূর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেন যে খুঁজে পেলাম!
দিন এখনও রঙিন
তাকে আদরে তুলে রাখলাম।
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন, তোমাকে ছুঁয়ে দিলাম। ”

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।