ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিগ বি’র ছেলে হয়েও সুযোগ পেতে ঘুরতে হয়েছে অভিষেককে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ২২, ২০২০
বিগ বি’র ছেলে হয়েও সুযোগ পেতে ঘুরতে হয়েছে অভিষেককে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ছেলে অভিষেক বচ্চন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণের অভিযোগ নিয়ে তোলপাড় বলিউড। কঙ্গনা রনৌত থেকে সোনু নিগম কিংবা অভয় দেওল, একের পর এক অভিনেতা কিংবা গায়ক মুখ খুলতে শুরু করেছেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বড় মাথার বিরুদ্ধে। স্বজনপোষণের অভিযোগ নিয়ে যখন বি টাউন জুড়ে তোলপাড় চলছে, সে সময় মুখ খুললেন অভিষেক বচ্চন।

মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে হয়েও কীভাবে তাকে বলিউডে একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দিয়েছেন, তা নিয়ে মুখ খোলেন জুনিয়র বচ্চন। তিনি জানান, ১৯৯৮ সালে বন্ধু রাকেশ ওম প্রকাশ মেহরার সঙ্গে তিনি একসঙ্গে বলিউডে পা রাখবেন বলে মনোস্থির করেন।

রাকেশের পরিচালিত ‘সমঝোতা এক্সপ্রেস’ দিয়েই বলিউডে অভিষেকের সফর শুরু হবে বলে স্থির করেন। কিন্তু রাকেশ এবং তার ছবির দায়িত্ব কোনও প্রযোজক নিতে চাননি। তাদের ফিরিয়ে দেন একাধিক পরিচালকও।

এরপর বিগ বি-র সঙ্গে দেখা করতে এসে জে পি দত্তের মুখোমুখি হন অভিষেক বচ্চন। সেখানেই তার লুক দেখে পছন্দ হয়ে যায় জে পি দত্তের। ‘আখরি মুঘল’ নামে একটি সিনেমার জন্য জে পি দত্ত নতুন মুখের সন্ধানে ছিলেন। ফলে ‘আখরি মুঘল’র জন্য পছন্দ হয় তাকে। যদিও আখরি মুঘল তৈরি করেননি জে পি দত্ত। তার পরিবর্তে তৈরি হয় ‘রিফিউজি’। ২০০০ সালে জেপি দত্তের হাত ধরেই বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন এবং কারিনা কাপুর খান। এরপর ‘দিল্লি সিক্স’-এ প্রথম বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিষেক বচ্চন।

সুতরাং বলিউডের ভাট, খান, কাপুর, জোহর পরিবারের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে একের পর এক, তখন বিগ বি-র ছেলে হয়েও তাকে কীভাবে একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দেন, সেই তথ্য সামনে এনে স্বজনপোষণের অভিযোগকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিলেন অভিষেক বচ্চন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।