ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অভিষেককে নিয়ে সিনেমা নির্মাণ করতে আমিরকে অনুরোধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ২৬, ২০২০
অভিষেককে নিয়ে সিনেমা নির্মাণ করতে আমিরকে অনুরোধ

২০১৩ সালে ‘ধুম ৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন বলিউড অভিনেতা আমির খান ও অভিষেক বচ্চন। তখন পর্দায় তাদের ‘চোর-পুলিশ’ খেলা দর্শকদের বেশ রোমাঞ্চিত করে।

তবে এখন আর আমির খানের সঙ্গে পর্দা ভাগ করে নিতে চান না জুনিয়র বচ্চন। বরং তিনি ‘মি. পারফেকশনিস্ট’র পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়াতে চান।

আমিরের কাছে তাকে নিয়ে সিনেমা নির্মাণের অনুরোধও জানিয়েছেন এই তারকা।

‘গুরু’খ্যাত এই অভিনেতা কয়েকদিন ধরেই নিজের দুই দশকের ক্যারিয়ারের নানা স্মৃতি-কথা শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই অংশ হিসেবে তিনি ‘ধুম থ্রি’কে নিয়ে লেখেন। আর তাতেই আমির খানের সঙ্গে কাজ করার কথা স্মরণ করে তারই পরিচালনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

অভিষেক লেখেন, জীবনে একবার আমির খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম ‘ধুম’র জন্য। তবে যদি আরেকটি সুযোগ পাই, তখন আমি আমিরের সঙ্গে আর পর্দা ভাগ করে নিতে চাইবো না। আমি তার পরিচালনায় কাজ করতে চাইবো। তাই আমিরকে বলবো, আপনি যদি এই লেখাটা পড়েন, তাহলে আমাকে এই সুযোগটি দেওয়ার অনুরোধ রইলো।  

বিজয় কৃষ্ণা পরিচালিত ‘ধুম থ্রি’তে আমির-অভিষেক ছাড়া আরো অভিনয় করেন ক্যাটরিনা কাইফ, উদয় চোপড়া ও জ্যাকি শ্রফ। বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা এটি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।