ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মান্নাতে শুটিং করছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ২৬, ২০২০
মান্নাতে শুটিং করছেন শাহরুখ খান

করোনার কারণে অনেকদিন শুটিং থেকে দূরে ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে আর বিরতি নয়, এবার কাজে লেগে পড়েছেন তিনি। শুক্রবার (২৬ জুন) মুম্বাইয়ের নিজ বাড়ি মান্নাতে একটি টিভি শো’র শুটিং করেছেন ‘বাদশা’।

মান্নাতের ব্যালকুনিতে দাঁড়িয়ে শাহরুখের শুটিং করার মুহূর্ত ধারণ করেছেন এক ভক্ত। সঙ্গে সঙ্গে তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।

এরপরই সেই ভিডিও ভাইরাল।  

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বড়সড় শুটিংয়ের আয়োজন করা হয়েছে মান্নাতে। ব্যালকুনিতে ক্যামরার সামনে দাঁড়িয়ে হেঁটে হেঁটে হাত নাড়িয়ে ডায়লগ বলছেন শাহরুখ। তার কিছুটা দূরে কয়েকজন ক্রুকেও দেখা যায়।

কোন শো’য়ের শুটিং করছিলেন শাহরুখ তা এখনো জানা যায়নি। তবে ভক্তরা তা জানার জন্য অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন।  

শাহরুখ খানের সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালের ডিসেম্বরে। এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে কিছুটা হতাশায় পড়ে যান তিনি। এখন পর্যন্ত তার হাতে কোনো সিনেমা নেই। নানা সময়ে শাহরুখের নতুন সিনেমার গুঞ্জন শোনা যায়, কিন্তু এর একটিরও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।