ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অঙ্কিতার ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে সুশান্তের স্মৃতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১, ২০২০
অঙ্কিতার ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে সুশান্তের স্মৃতি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়াও জানাননি অঙ্কিতা। তবে প্রিয় মানুষের শেষকৃত্যের পর তার পরিবারের সঙ্গে বান্দ্রার ফ্ল্যাটে দেখা করতে ছুটে যান অঙ্কিতা। পাটনাতে সুশান্তের বাবার সঙ্গে দেখাও করেন তিনি। 

ফলে সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার মনের অবস্থা কেমন, তা কেউ কল্পনা করতে পারবেন না বলে সম্প্রতি মন্তব্য করেন সন্দীপ সিং। সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার সঙ্গে প্রয়াত অভিনেতার জীবনের বিভিন্ন মুহূর্ত উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়।

এবার অঙ্কিতার সঙ্গে তার মায়ের একটি ছবি শেয়ার করা হয় সুশান্ত-অঙ্কিতার পেজ থেকে। সেখানে অঙ্কিতার সঙ্গে তার মায়ের ছবি দেখা যায়। তবে অঙ্কিতার ঘরের দেওয়ালে সুশান্তের সঙ্গে তার জীবনের বিভিন্ন মুহূর্ত ফুটে ওঠে ছবির মাধ্যমে।

এটা ঠিক যে, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হলেও অঙ্কিতা যে কোনও দিন তার ভালোবাসার মানুষকে ভুলতে পারেননি, তা অভিনেতার মৃত্যুর পর বেশ স্পষ্ট হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।