ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

স্বামী নিখিলের সঙ্গে রথযাত্রায় নুসরাত জাহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০২০
স্বামী নিখিলের সঙ্গে রথযাত্রায় নুসরাত জাহান স্বামী নিখিল জৈনের সঙ্গে রথযাত্রায় অভিনেত্রী নুসরাত জাহান

অভিনেত্রী নুসরাত জাহানের কার্যক্রম শুধু বড় পর্দায় নয়। একজন সংসদ সদস্য হিসেবে অভিনেত্রীর পাশাপাশি তিনি এখন জননেত্রীও। এর বাইরে ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট ব্যবসায়ী নিখিল জৈনের স্ত্রীও। তাই স্বামীর সঙ্গেই বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

এবার উল্টো রথযাত্রায় অংশ নিলেন অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান। আর শুধু অংশই নিলেন না, রীতিমতো নিয়ম মেনে আরতিও করলেন।

যথাবিধি রথের দড়ি টানলেন। সঙ্গে ছিলেন তার স্বামী নিখিল জৈন। নুসরাত আরও একবার বুঝিয়ে দিলেন, সকল ধর্মের মূলকথা ‘মানবতাই শ্রেষ্ঠ ধর্ম’।

একজন সংসদ সদস্য হিসেবে রথযাত্রা কর্তৃপক্ষের পক্ষ থেকেই আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী নুসরাত। আর সেই নিমন্ত্রণ রক্ষার্থেই স্বামী নিখিলকে নিয়ে পৌঁছে গেলেন রথযাত্রা অনুষ্ঠানে। রথযাত্রায় অংশ নেওয়ার সেই ছবি নুসরাত শেয়ারও করেছেন টুইটারে। সেই ছবিতেই তাকে দেখা গেল সবুজ রঙের সালোয়ার-কুর্তা পরে রীতি পালন করতে।

গতবছরও স্বামী নিখিল জৈনকে নিয়ে রথযাত্রায় অংশ নিয়েছিলেন নববধূ নুসরাত। তখন সদ্য বিয়ে সেরে তুরস্ক থেকে ফিরে শপথবাক্য পাঠ করেছেন পার্লামেন্টে। সেবারও নিয়ম মেনে রথযাত্রায় যাবতীয় রীতি পালন করেছিলেন তিনি। এর জন্য কটাক্ষের শিকারও হতে হয়েছিল তাকে। প্রশ্ন উঠেছিল, কেন মুসলিম ধর্মাবলম্বী হয়ে হিন্দু আচার পালন করছেন নুসরাত? তবে, সেসব কটাক্ষ বা আক্রমণাত্মক মন্তব্য কোনও কিছুতেই অভিনেত্রী কর্ণপাত করেননি। তিনি বরাবরই একটা কথা বলে এসেছেন, ‘সবার উপরে মানবতা’। তাই এবছরও টুইটারে ছবি শেয়ার করে সেই কথাই লিখেছেন ক্যাপশনে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।