ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘আমার প্রথম প্রকৃত শিক্ষক সরোজ খান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
‘আমার প্রথম প্রকৃত শিক্ষক সরোজ খান’ সরোজ খানকেই প্রথম প্রকৃত শিক্ষক মানেন শাহরুখ খান

প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানকে সবাই ডাকতেন মাস্টারজি বলে। এককথায় বলিউডের সকল বড় তারকারই নৃত্যশিক্ষক তিনি। আর শাহরুখ খানের কাছে বলিউডে তিনিই তার প্রথম ও প্রকৃত শিক্ষক। 

বলিউডের কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানের মৃত্যুতে শোকাহত তাবড় তারকা অভিনেতারা। অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাইসহ প্রায় সকল জ্যেষ্ঠ অভিনেতাই শোক জানিয়ে স্মৃতিচারণ করেছেন।

শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সরোজ খান। এই নৃত্যগুরুর স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ‘কিং খান’ লেখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনিই আমার প্রথম প্রকৃত শিক্ষক। তিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে আমাকে শিখিয়েছেন, সিনেমায় কীভাবে নাচতে হয়। তিনি আমার দেখা অন্যতম যত্নশীল, আদরণীয় ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। আমি আপনাকে মিস করব সরোজজি। আল্লাহ্ তার আত্মাকে শান্তি দিন। আমার যত্ন নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ’

শাহরুখ খানের সুপারহিট ‘বাজিগর ও বাজিগর’ গানটির কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।