ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ফাঁকি দেওয়ার মানুষ আমি নই: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
ফাঁকি দেওয়ার মানুষ আমি নই: নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া

ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন নুসরাত ফারিয়া। অনলাইনে ক্লাস করেন। গত বছরই সম্পন্ন করেছিলেন প্রথম বর্ষ।

১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা। চলবে ১৬ জুলাই পর্যন্ত।

অভিনয়, উপস্থাপনা, গান- কোনোটাই করতে হচ্ছে না এখন। হাতে অগাধ সময়। তবু পড়তে ও পরীক্ষা দিতে একদমই ভালো লাগছে না ফারিয়ার।

নায়িকা বলেন, ‘লম্বা একটা সময় পার হয়ে যাচ্ছে, মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসলো পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। যত কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে। ’

এদিকে গত মাসে আংটিবদল করেছেন ফারিয়া। করোনার এই সময়ে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন তারও সুযোগ নেই। টুকটাক শুটিং শুরু হলেও এখনো কোথাও দেখা যাচ্ছে না নুসরাত ফারিয়াকে। স্বেচ্ছা ঘরবন্দি অভিনেত্রী পড়াশোনা করেই সময় কাটাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।