ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রাজীবের কণ্ঠে শাহ আব্দুল করিমের ‘সোনার ময়না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
রাজীবের কণ্ঠে শাহ আব্দুল করিমের ‘সোনার ময়না’

পেশাগত জীবনে গোয়েন্দা পুলিশের উর্ধ্বতন  কর্মকর্তা হলেও ব্যক্তি জীবনে একজন সংস্কৃতিমনা মানুষ রাজীব আল মাসুদ। স্কুল, কলেজ আর ভার্সিটি জীবনে রাজীব ছিলেন বন্ধুদের আড্ডার মধ্যমণি। নিজের কণ্ঠ দিয়ে মাতিয়ে রাখতেন সবাইকে। 

কিন্তু কখনো ভাবেননি আয়োজন করে গান গাইবেন। আবার সেই গান প্রকাশও করবেন।

তবে এবার বন্ধুদের উদ্যোগে রেকর্ড করে ফেললেন একটি গান। শাহ আব্দুল করিমের লেখা ও সুরের ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে’ শিরোনামের গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন তিনি। নতুন করে এ গানের মিউজিক করেছেন রোমেল শাহ। গানটি আসছে কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ করা হবে বলে জানান তিনি।  

রাজীব আল মাসুদ বলেন, ‘শখের বসেই আমি গান করি। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো গান রিলিজ করতে যাচ্ছি। আমি যখন যে গানটা গাই, হৃদয় দিয়েই গানটা গাওয়ার চেষ্টা করি। শাহ আব্দুল করিমের এই গানটা আমার খুব পছন্দের একটা গান। আশা করছি, সবার ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।