ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ভাঙা হচ্ছে এফডিসির ২ শুটিং ফ্লোর, নির্মাণ হবে ১৫ তলা ভবন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
ভাঙা হচ্ছে এফডিসির ২ শুটিং ফ্লোর, নির্মাণ হবে ১৫ তলা ভবন এফডিসির ৩ নাম্বার ফ্লোর

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতর ৩ ও ৪ নাম্বার ফ্লোর পাশাপাশি অবস্থিত। স্বাভাবিক সময় খুব কমই ফাঁকা দেখা যায় ফ্লোর দুইটি।

তবে ব্যস্ততম এই ফ্লোর দুইটি ভেঙে ফেলা হচ্ছে। এফডিসির আধুনিকায়ন করার জন্য সেখানে নির্মাণ হতে যাচ্ছে ১৫ তলা ভবন।  

গত ৫ জুলাই থেকে ফ্লোর দুইটি ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানান ১৫ তলা ভবন নির্মাণ প্রজেক্টের সহকারী পরিচালক আইয়ুব আলী।

তিনি বলেন, এফডিসিতে বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনা অনেক আগের। মন্ত্রণালয় এই প্রজেক্ট পাস করেছে। ভবনটি নির্মাণের পর দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ থাকবে।

কবিরপুর ফিল্ম সিটি এখন শুটিং করার জন্য প্রস্তুত আছে, সেখানে চাইলে যে কেউ শুটিং করতে পারবেন বলেও জানান তিনি।  

করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এমনতেই এফডিসিতে সিনেমার শুটিং বন্ধ ছিল। তাই বেশ কয়েকমাস এফডিসির ফ্লোর ফাঁকা পড়ে ছিল। সিনেমার পাশাপাশি ৩ ও ৪ নাম্বার ফ্লোরে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের শুটিং হতে দেখা যেত।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।