ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অসম প্রেমের নাটকে তারিন-সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
অসম প্রেমের নাটকে তারিন-সালমান তারিন জাহান ও সালমান মুক্তাদির

চেনাজানা সম্পর্কগুলোর বাইরে গিয়ে একটি ভিন্ন সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘মেঘলা মনের মেয়ে’। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

 

অসম প্রেমের গল্পের নাটকটিতে জুট বেঁধে অভিনয় করেছেন শীর্ষ টেলিভিশন অভিনেত্রীদের একজন তারিন জাহান ও ইউটিউবার-অভিনেতা সালমান মুক্তাদির। ফারিয়া হোসেনের চিত্রনাট্যে তুহিন বড়ুয়ার প্রযোজনায় সোমবার (৭ জুলাই) রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) শুটিং শেষ হাওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ছয় বছর তারিনের সঙ্গে কাজ করা হয়নি। সালমানকে নিয়ে এটা আমার ও তারিনের প্রথম কাজ। নাটকটির জন্য টানা ঘরবন্দি জীবন থেকে বের হতে হয়েছে।  

এতে অসম প্রেমের জুটি হিসেবে অভিনয় করেছেন তারিন ও সালমান। গল্পে নিজের চেয়ে বয়সে বড় তারিনের প্রেমে পড়তে দেখা যাবে সালমানকে। নাটকে আরও অভিনয় করছেন মিলি বাশার ও সামিয়া অথৈ।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ‘মেঘলা মনের মেয়ে’ একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।