ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শিশুতোষ অনুষ্ঠান ‘রঙ-বেরঙের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
শিশুতোষ অনুষ্ঠান ‘রঙ-বেরঙের গল্প’

শিশুদের জন্য করা ছবি দিয়ে তৈরি বিভিন্ন গল্পের বই থেকে নির্মাণ করা হয়েছে অনুষ্ঠান ‘রঙ-বেরঙের গল্প’। বইয়ের পাতার বিভিন্ন ছবির সঙ্গে মিল রেখে বর্ণনার মাধ্যমে গল্পের মতো করে উপস্থাপন করা হয়েছে। 

গল্পের প্রয়োজন অনুযায়ী যে ধরনের চরিত্র এসেছে, তা ডাবিং করে ছবির ভাষাকে শিশুদের জন্য আরো গ্রহণযোগ্য করে উপস্থাপন করা হবে। এবার ‘রঙ-বেরঙের গল্প’- এ আরো যুক্ত হয়েছে সিসিমপুরের বন্ধুদের মজার মজার সব গল্প।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন। এটি প্রচারিত হবে আগামী ১২ জুলাই থেকে প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে ও রাত ৯টায়। হালুম, টুকটুকি, ইকরি ও শিকু’র গল্পগুলো দেখা যাবে প্রতি শুক্র ও শনিবার, একই সময়ে দুরন্ত টিভিতে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।