ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্ব-মেহজাবীনের শুটিং ইউনিটে করোনার হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
অপূর্ব-মেহজাবীনের শুটিং ইউনিটে করোনার হানা

করোনাকালে প্রায় তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত 'প্রাণ প্রিয়' নাটকের শুটিংয়ে অংশ নেন তারা। তবে ইউনিটের ২ সদস্য করোনা পজিটিভ হাওয়ায় শুটিং বন্ধ করে সবাইকে কোয়ারেন্টিনে যেতে হয়েছে।

নির্মাতা মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুটিংয়ের আগে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইউনিটের ২২ সদস্যের করোনা পরীক্ষা করা হয়।

তখন সবার রেজাল্ট নেগেটিভ বলে জানতে পারি। কিন্তু ৭ জুলাই শুটিং শুরু করার পর একজনের ১০০ ডিগ্রি জ্বর পাওয়া যায় এবং আরেকজনের করোনার উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে পুনরায় তাদের নমুনা দেওয়া হয়। এরপর ৮ জুলাই শুটিং চলাকালীন সময় তাদের রেজাল্ট পজিটিভ আসে। বিষয়টি জানতে পেরে কয়েকটি দৃশ্য বাদ রেখেই শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইউনিটের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) অপূর্ব, মেহজাবীন এবং আবারো নমুনা দিয়েছি। সবার কাছে দোয়া চাইছি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।