ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। 

শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই এই কথা জানিয়েছেন বিগ বি।  

অমিতাভ টুইটারে জানান, তিনি করোনা পজিটিভ।

এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সম্প্রতি তার সংস্পর্শে যাওয়া সবাইকে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।  

এরই মাঝে তার পরিবার ও বাড়িতে যারা কাজ করেন তাদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও অন্যদের ফল জানা যায়নি।  

দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন। গত বছর অক্টোবরেও অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
জেআইএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।