ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রেখার বাড়িতেও করোনার হানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
রেখার বাড়িতেও করোনার হানা সিলগালা করা হয়েছে অভিনেত্রী রেখার বাড়ি

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার বাড়িতেও পৌঁছেছে করোনা ভাইরাস। জানা গেছে, অভিনেত্রীর একজন নিরাপত্তারক্ষী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এরপরই সিলগালা করা হয়েছে তার বাড়ি। 

অভিনেত্রী রেখা থাকেন বান্দ্রা সমুদ্র উপকূলবর্তী একটি বাংলোতে। তার ব্যক্তিগত দুজন নিরাপত্তারক্ষী রয়েছেন।

সেই দুই নিরাপত্তাপক্ষীর মধ্যেই একজন করোনা আক্রান্ত। কোয়ারেন্টিনে রেখে ওই নিরাপত্তারক্ষীর চিকিৎসা চলছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইতোমধ্যে রেখার বাংলো সিল করে দেওয়া হয়েছে।

এদিকে বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত। শনিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন বিগ বি। এরপর অভিষেক বচ্চনও করোনা পজিটিভ বলে নিজেই টুইটারে জানান। তারা দুজনেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে জয় বচ্চন, ঐশ্বর্য রাই ও আরাধ্যার।

প্রসঙ্গত, কিছুদিন আগে আমির খানও টুইট করে জানিয়েছিলেন, তার বাড়ির ৭ জন কর্মী করোনা আক্রান্ত। বচ্চন পরিবারে করোনা হানার পর বেশ আতঙ্কেই আছেন বলিউড তারকারা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।