ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হৃদয় ছুঁয়ে দিলো সুশান্তের শেষ সিনেমার গান ‘তারে গিন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
হৃদয় ছুঁয়ে দিলো সুশান্তের শেষ সিনেমার গান ‘তারে গিন’ গানের দৃশ্যে সুশান্ত ও সঞ্জনা

সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’ মুক্তি পাবে শিগগিরই। ইতোমধ্যে ‘দিল বেচারা’ টাইটেল ট্র্যাক কোটি ভক্তের মন ছুঁয়ে গেছে। এবার এ আর রহমানের সুরে শ্রেয়া ঘোষাল ও মোহিত চৌহানের গাওয়া গান ‘তারে গিন’ আরও একবার মন ভরালো শ্রোতাদের। 

‘তারে গিন’ গানের দৃশ্যায়নে ক্যানসার আক্রান্ত প্রেমিকা কিজি বসুর (সঞ্জনা সঙ্ঘী) সঙ্গে রোম্যান্স করতে দেখা গেছে মান্নিকে (সুশান্ত সিং রাজপুত)। এ আর রহমানের সুর কিজি-মান্নির রোম্যান্সকে যেন আরও বেশি মধুর ও সংবেদনশীল করে তুলেছে।

 

‘তারে গিন’ গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। ইউটিউবে গানটি মুক্তি পাওয়ার পর প্রথম ২৩ ঘণ্টার মধ্যেই এর ভিউসংখ্যা ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। এ আর রহমানের সুর দেওয়া এ গানটির কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।  

‘তারে গিন’ গানটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সুশান্তের শেষ সিনেমার সহঅভিনেত্রী সঞ্জনা সঙ্ঘী। পাশাপাশি, ছবির শ্যুটিংয়ের বেশকিছু মুহূর্তও শেয়ার করেছেন অভিনেত্রী।

আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টার-এ মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’।

‘দিল বেচারা’ টাইটেল ট্র্যাক:

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।