ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনা পরিস্থিতিতে ক্যামেরার সামনে দাঁড়াবেন না পূর্ণিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
করোনা পরিস্থিতিতে ক্যামেরার সামনে দাঁড়াবেন না পূর্ণিমা পূর্ণিমা

পূর্ণিমার একমাত্র মেয়ে আরশিয়া উমাইজা। নিজের জীবনের সবটুকু ভালোবাসা যেনো মেয়ের জন্যই। তাই চলমান করোনাকালে মেয়ের কথা চিন্তা করে এক দিনের জন্যও ঘরের বাইরে যাননি অভিনেত্রী। 

শুধু তা’ই নয়, নাটক-টেলিফিল্ম তো দূরের কথা, পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন দেশীয় সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পূর্ণিমা।  

গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে হাজির হলেও পূর্ণিমার সাড়া পাননি পরিচালকেরা।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘১৯৭৫: অ্যান আনটোল্ড স্টোরি’ সিনেমায় দারুণ একটি চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। কিন্তু করোনার মধ্যে শুটিং হবে জেনে আমি পিছিয়ে এসেছি।  

‘জীবন আগে, তারপর কাজ। সবার সেটা বোঝা উচিত। করোনাকাল দূর না যাওয়া পর্যন্ত আমি ক্যামেরার সামনে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।