ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

৪৫ দেশের অংশগ্রহণে ঢাকায় যুব চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
৪৫ দেশের অংশগ্রহণে ঢাকায় যুব চলচ্চিত্র উৎসব

করোনাকালে মানুষের সমাগম করে কোনো আয়োজন করায় রয়েছে স্বাস্থ্যঝুঁকি। তাই অনলাইনে হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০। প্রথমবারের মতো এই উৎসবটির আয়োজন করা হয়েছে।

২৯ জুলাই শুরু হয়ে উৎসবটি শেষ হবে ৩১ জুলাই। তিন দিনব্যাপী এই আয়োজনটি করেছে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্ল্যাটফর্ম স্টেপ ফর সিনেমা।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবটিতে অংশ নিতে ইতোমধ্যে সারাবিশ্বের ৪৫টি দেশের ৬৫৬টি চলচ্চিত্র জমা পড়েছে। নানান ভাষা, দেশ ও সংস্কৃতির এসব চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শনের জন্য মনোনয়ন করা হবে। মনোনয়নের কাজে যুক্ত আছেন বাংলাদেশ, ভারত ও ইরানের এক ঝাঁক তরুণ নির্মাতা।

উৎসব কমিটির চেয়ারপারসন অনন্যা রুমা এবং উৎসব পরিচালক দীপান্ত রায়হান।

দু'টি বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন- অভিনেতা তারিক আনাম খান, সংগীতশিল্পী এস আই টুটুল, নির্মাতা শাহনেওয়াজ কাকলীসহ কানাডা, ইরান, তুরস্ক, নেপাল, ম্যাক্সিডোনা এবং ভারতের আরও ৭ জন নির্মাতা।

এ উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনয় শিল্পী, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রনাট্য, শ্রেষ্ঠ নিরীক্ষামূলক চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশের একজন খ্যাতিমান নির্মাতাকে আজীবন সম্মাননায় ভূষিত করবে উৎসব কর্তৃপক্ষ।  

চলচ্চিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নবীন-প্রবীণ নির্মাতাদের অংশগ্রহণে ভার্চুয়াল সেমিনার এবং আলোচনা সভা। সেমিনার এবং আলোচনাসভা পরিচালনা করবেন নির্মাতা শামীম আখতার, শবনম ফেরদৌসি, সাদিয়া খালিদ রীতি।

স্টেপ ফর সিনেমা’র ওয়েবসাইট, ফেসবুক পেজ ছাড়াও উৎসবের সকল আয়োজন দেখা যাবে বেশকিছু ফেসবুক পেজে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।