ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতালে কেমন আছেন ঐশ্বরিয়া-আরাধ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
হাসপাতালে কেমন আছেন ঐশ্বরিয়া-আরাধ্য ঐশ্বর্য রাই ও আরাধ্য

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতেই ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চন। তবে শুক্রবার রাতে শ্বাসকষ্ট ও জ্বরের কারণে হাসপাতালে ভর্তি করা হয় মা-মেয়েকে। এরপর কেমন আছেন ঐশ্বরিয়া ও আরাধ্য তা জানতে স্বাভাবিকভাবেই উদগ্রীব তার ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাতে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যার জন্য ঐশ্বরিয়া ও আরাধ্যকে হাসপাতালে ভর্তি করা হলেও আপাতত তাদের অবস্থা স্থিতিশীল। তাদের নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

প্রসঙ্গত, গত ১২ জুলাই ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য বচ্চনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তবে তার পর থেকে বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন দু’জনে। বাড়ি থেকেই চলছিল চিকিৎসা। তবে শুক্রবার জ্বর ও মূলত শ্বাসকষ্টের কারণেই তাদের হাসপাতালে ভর্তি করতে হয়।

বর্তমানে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ছোট্ট আরাধ্য - বচ্চন পরিবারের চার করোনা আক্রান্ত সদস্যই হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে অমিতাভপত্নী জয়া বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন ও তার দুই ছেলেমেয়ে নভ্যা নভেলি ও অগস্ত্য নন্দার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।  

এদিকে বচ্চন পরিবারের প্রতীক্ষা, জলসা ও জনক নামের তিনটি বাড়ির এলাকাই কনটেইনমেন্ট জোন বলে ঘোষণা করেছে মিউনিসিপ্যাল কর্পোরেশন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।