ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শিগগিরই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন কাজল আগারওয়াল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
শিগগিরই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন কাজল আগারওয়াল কাজল আগারওয়াল

এখনো সিঙ্গেল রয়েছেন তামিল সিনেমার নন্দিত নায়িকা কাজল আগারওয়াল। চেহারা আর অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। এবার শোনা যাচ্ছে নায়িকার বিয়ের খবর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আওরঙ্গবাদের এক শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগারওয়াল। তার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

খুব শিগগির অভিনেত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

কাজল আগারওয়ালগেলো বছরের অক্টোবরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তার পছন্দের মানুষকে অবশ্যই পজেটিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে। তার এই বক্তব্য আর চলতি বিয়ের গুঞ্জনে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।

এদিকে, কাজলের হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।