ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদ স্মরণে টিভি পর্দায় ‘নয় নম্বর বিপদ সংকেত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
হুমায়ূন আহমেদ স্মরণে টিভি পর্দায় ‘নয় নম্বর বিপদ সংকেত’ ‘নয় নম্বর বিপদ সংকেত’র একটি দৃশ্য

প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী রোববার (১৯ জুলাই)। তাকে স্মরণ করে এদিন টেলিভিশনের পর্দায় প্রচার হতে যাচ্ছে সিনেমা ‘নয় নাম্বর বিপদ সংকেত’।

 

সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় হুমায়ূন আহমেদের নিজের। এতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ, দিতি, স্বাধীন খসরু, শবনম পারভীন, চৈতী, মাজনুন মিজান, রূপক, ফারুক আহমেদ প্রমুখ।  

আলোচিত সিনেমাটি রোববার বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। এটি প্রথম মুক্তি পায় ২০০৬ সালের ৬ জুলাই।  

এছাড়া একই টেলিভিশনে সন্ধ্যা রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদ নির্মিত নাটক ‘মায়াবতী’। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বিপাশা হায়াত, মোজাম্মেল হোসেন, ফারুক আহমেদ দীহান, এম. আর. জুনায়েদ মিঠু প্রমুখ।

২০১১ সালে সিঙ্গাপুরে হুমায়ূন আহমেদের দেহে ক্যান্সার ধরা পড়ে। অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কৃত্রিম লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলেভ্যু হাসপাতালে মারা যান হিমু, মিসির আলীসহ অসংখ্য চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ।

তিনি ছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম সেরা লেখক। ১৯৪৮ সালে জন্মেছিলেন এ জনপ্রিয় লেখক ও নির্মাতা। আধুনিক কল্পবিজ্ঞান সাহিত্যের এই পথিকৃৎ নাট্যকার, চলচ্চিত্র পরিচালক আর গীতিকার হিসেবেও সফল হয়েছেন।

হুমায়ূন আহমেদ নির্মিত সেরা সিনেমার মধ্যে রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আমার আছে জল’, ‘চন্দ্রকথা’ ইত্যাদি। ‘ঘেটুপুত্র কমলা’ তার নির্মিত শেষ চলচ্চিত্র।

অসামান্য প্রতিভাবান লেখক হুমায়ূন আহমেদের সাফল্যের ঝুলি সমৃদ্ধ হয়েছে বিভিন্ন পুরস্কারে। সেগুলোর মধ্যে রয়েছে একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, হুমায়ূন কবীর স্মৃতি পুরস্কার।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।