ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনাকালে চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘মায়ার জঞ্জাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
করোনাকালে চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘মায়ার জঞ্জাল’ ‘মায়ার জঞ্জাল’র একটি দৃশ্য

গত ১৩ জুন চীনের মর্যাদাপূর্ণ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের পর্দা উঠার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তখন তা স্থগিত করা হয়।

তবে সঙ্কট কাটিয়ে ২৫ জুলাই থেকে উৎসবটি পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছে আয়োজকরা।

এ চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো দুই বাংলার যৌথ প্রযোজনা নির্মিত ‘মায়ার জঞ্জাল’। চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। উৎসবের প্রথম দিন এসএফসি সাংহাই ফিল্ম আর্ট সেন্টারের ৩ নম্বর হলে প্রদর্শিত হবে এটি। ছাড়া একই উৎসবে ২৯ জুলাই ও ১ আগস্ট চলচ্চিত্রটির আরও দুটি প্রদর্শনী হবে আলাদা ভেন্যুতে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগের প্রধান ই-মেইলে খবরটি নিশ্চিত করেন। আমরা খুব আনন্দিত, কারণ এ-গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের চলচ্চিত্রটি প্রিমিয়ার হতে যাচ্ছে। এবার দর্শককে আবারও সিনেমায় ফিরিয়ে নেওয়ার পালা!’

করোনা ভাইরাসের কারণে সাংহাই উৎসবে এবারের কোনও আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় থাকা চলচ্চিত্রগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিসিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে। সাংহাই প্রদেশের শিনাংয়ে উৎসব চলবে ৩ আগস্ট পর্যন্ত।

সাধারণত এ বিভাগে আলাদা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। কিন্তু এবার অফিসিয়াল সিলেকশন হিসেবে সম্মান জানানো হচ্ছে নির্বাচিত প্রতিটি চলচ্চিত্রকে। কোভিড-১৯ এর কারণে ‘ডেব্রি অব ডিজায়ার’ চলচ্চিত্রের প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের সাংহাইতে আমন্ত্রণ জানাতে পারছেন না আয়োজকরা। তবে উৎসব চলাকালীন চলচ্চিত্রটির প্রচারণা চালানো হবে বলেও জানা যায়।

প্রায় ১৫ বছর পর ‘ডেব্রি অব ডিজায়ার’-এর মাধ্যমে বড় পর্দার ফিরছেন অভিনেত্রী অপি করিম। এতে তিনি সোমা চরিত্রে অভিনয় করেছেন। তার স্বামী চাঁদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম ও সর্বশেষ চলচ্চিত্র।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে ‘ডেব্রি অব ডিজায়ার’র চিত্রনাট্য। পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন-বাংলাদেশের রানা (সত্য), কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (বিউটি), পশ্চিমবঙ্গের তথ্যপ্র‌যুক্তিমন্ত্রী ব্রাত্য বসু (গনেশ বাবু)। এর শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

‘ডেব্রি অব ডিজায়ার’ প্রযোজনা করেছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। সহ-প্রযোজক হিসেবে আছে ভারতীয় প্রতিষ্ঠান ফ্লিপবুক। জসীম আহমেদ ‘দাগ’, ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ও ‘চকোলেট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক শর্টস ইন্টারন্যাশনালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষায়িত টিভি চ্যানেল শর্টস টিভি এ ৩টি চলচ্চিত্রই বিশ্বজুড়ে পরিবেশন করেছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।