ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্বের ছেলে আয়াশ যখন হিমু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
অপূর্বের ছেলে আয়াশ যখন হিমু জিয়াউল ফারুক অপূর্বের ছেলে জায়ান ফারুক আয়াশ

প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে সবাইকে চমকে দিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ছেলে জায়ান ফারুক আয়াশ। হুমায়ূন আহমেদ সৃষ্ট জনপ্রিয় চরিত্রে হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরে হাজির হয়েছে এই খুদে অভিনেতা।

রোববার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে জিয়াউল ফারুক অপূর্বের অফিসিয়াল ফেসবুক পেজে হলুদ পাঞ্জাবি গায়ে ও চশমা চোখে হাস্যোজ্জ্বল আয়াশের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘আয়াশ যখন হিমু। ’

..

২০১৮ সালের ঈদুল আযহায় নির্মাতা শিহাব শাহীনের ‘বিনি সুতার টানে’ নাটকে বাবার সঙ্গে প্রথমবারের মতো টিভি পর্দায় হাজির হয়েছিল ছোট্ট আয়াশ। তখন তার বয়স ছিল মাত্র সাড়ে তিন বছর। নাটকটি প্রচারের পর বেশ সাড়া পড়ে যায়। পর্দায় বাবা-ছেলের অভিনয় দর্শকদের মন জয় করে।

টেলিভিশনে প্রচারের পর নাটকটি প্রকাশ পায় ইউটিউবে। গত জুনে এটি কোটি ভিউর মাইলফলক পার করে।  

২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ঘর বাঁধেন অপূর্ব। তাদের একমাত্র পুত্রসন্তানের নাম আয়াশ। তবে চলতি বছর নাজিয়ার সঙ্গে ৯ বছরের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।