ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রভাসের নায়িকা হচ্ছেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
প্রভাসের নায়িকা হচ্ছেন দীপিকা পাড়ুকোন দীপিকা পাড়ুকোন ও প্রভাস

ভারতের দক্ষিণের অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নাগ অশ্বিন পরিচালিত পরবর্তী সিনেমায় তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

সিনেমাটির ফার্স্ট লুক ইনস্টাগ্রামে শেয়ার করে বিষয়টি নিজেই জানিয়েছেন দীপিকা পড়ুকোন। ক্যাপশনে তিনি লেখেন, সামনে একটি অবিশ্বাস্য যাত্রা হতে চলেছে...।

এছাড়া পরিচালক নাগ অশ্বিন টুইটারে লেখেন, দীপিকাকে এই চরিত্রটিতে দেখতে পাবো বলে আমি বেশ আনন্দিত। তার চরিত্রটি সবার জন্য চমকপ্রদ হবে। দীপিকা এবং প্রভাসের জুটি এই সিনেমার অন্যতম প্রধান বিষয় এবং তাদের নিয়েই গল্প এগোবে।  আমি বিশ্বাস করি আগামী কয়েক বছর ধরে দর্শক সিনেমাটি মনে রাখবেন।

বিগ বাজেটের সিনেমাটির নাম এখনো ঘোষণা করেননি নির্মাতা। এছাড়া শুটিং শুরু বা মুক্তির তারিখও এখনো জানানো হয়নি।  

নাগ অশ্বিন ভারতীয় ‘মহানতি’ সিনেমাটি বক্স অফিস সফল হওয়ার সঙ্গে ৩ ক্যাটাগরিতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে। এবার সেই পরিচালকের সিনেমাতেই প্রভাস-দীপিকাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে।

গত বছর ‘সাহো’ সিনেমার মধ্য দিয়ে প্রভাসকে শেষবার পর্দায় দেখা যায়। এছাড়া দীপিকাকে দেখা যায় চলতি বছর ‘ছপাক’ সিনেমায়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।