ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় কক্সবাজারের জনপ্রিয় শিল্পী দেলোয়ার হোসেনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
করোনায় কক্সবাজারের জনপ্রিয় শিল্পী দেলোয়ার হোসেনের মৃত্যু

কক্সবাজার: অবশেষে করোনা ভাইরাসের কাছে হেরে গেলেন কক্সবাজারের জনপ্রিয় সংগীত শিল্পী ও কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

তিনি ১০ দিন কক্সবাজার সদর হাসপাতালে চিজকিৎসাধীন থাকার পর রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে মারা যান।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।  

কক্সবাজার বেতারের তালিকাভুক্ত সংগীত শিল্পী দেলোয়ার হোসেন কক্সবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ডের পশ্চিমবাহার ছড়া গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে। ব্যক্তি জীবনে তিনি কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদ, শব্দায়ন আবৃত্তি একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সহ-সভাপতি ও শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসীম উদ্দিন বকুল জানান, গত দশ দিন আগে করোনায় আক্রান্ত হলে তাকে কক্সবাজার সদর হাসপালে ভর্তি করা হয়। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়।  রোববার সকালে তিনি মারা যান।

এদিকে  জনপ্রিয় এই সংগীত শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি বেতারের সংগীত প্রযোজক রায়হান উদ্দিন, সহ-সভাপতি বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক বেতারের অনুষ্ঠান ঘোষক ও সংবাদ পাঠক সুনীল বড়ুয়াসহ সংগঠনটির সব সদস্য।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।