ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্যারিসের রাস্তায় সুশান্ত-সঞ্জনার রোম্যান্স!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
প্যারিসের রাস্তায় সুশান্ত-সঞ্জনার রোম্যান্স!

প্যারিসের রাস্তায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রোম্যান্টিক মুডে সঞ্জনা সঙ্ঘী। আর তাদের মজার কাণ্ড-কারখানা ক্যামেরাবন্দি করছেন স্বস্তিকা মুখার্জি।

কখনও প্যারিসের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ঠাট্টায় মেতে উঠছেন তো আবার কখনও ক্যাফেতে গরম পানীয়তে চুমুক দিয়ে আড্ডা দিতে দেখা দেখা গেল সুশান্ত, সঞ্জনা আর স্বস্তিকাকে।  

আসলে এই পুরো দৃশ্যটাই ‘দিল বেচারা’ সিনেমার। রোববার (১৯ জুলাই) এমন দৃশ্য নিয়েই প্রকাশ্যে এলো সুশান্ত-সঞ্জনার রোম্যান্টিক সিনেমার ‘খুলকে জিনে কা’ গানটি।

আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা দেখতে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী শুক্রবার (২৪ জুলাই) সিনেমাটি মুক্তি পাচ্ছে হটস্টারে। পুরোপুরি রোম্যান্টিক ঘরানার সিনেমাটিতে সুশান্ত আর সঞ্জনার রসায়ন যে দর্শকদের আবেগঘন করে তুলবেই, এই ‘খুলকে জিনে কা’ গানটিই তার ইঙ্গিত দিলো।  

ক্যানসারের সঙ্গে লড়তে থাকা প্রেমিকাকে বাঁচার উৎসাহ দিচ্ছেন সুশান্ত। মৃত্যুর গ্রাসে যাওয়ার আগে জীবনটাকে উপভোগ করার পাঠ দিচ্ছেন ম্যানি (সুশান্ত) তার প্রেমিকা কিজি বসুকে (সঞ্জনা সঙ্ঘী)। গানটি দেখে ভক্তদের অনেকেই আবেগে ভেসে গেছেন প্রয়াত অভিনেতার কথা ভেবে।

‘দিল বেচারা’ সিনেমায় সুশান্তের প্রেমিকা কিজি বসুর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি। আর বাবার চরিত্রে দেখা যাবে আরেক বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।