ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ধান্দা বাবা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ঈদে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ধান্দা বাবা’ ‘ধান্দা বাবা’ নাটকের একটি দৃশ্যে মীর সাব্বির ও ফারুক

আসন্ন ঈদুল আজহায় প্রচারের জন্য নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ধান্দা বাবা’।

টিপু আলম মিলনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।

এতে নাম ভুমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির। আরও রয়েছেন ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, মুকুল সিরাজ, নুরে আলম নয়ন, আব্দুল্লাহ রানা, নিশাদ, অবিদ রেহান, আমিন আজাদসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে নাট্যকার আকাশ রঞ্জন বাংলানিউজকে বলেন, আমাদের সমাজে ভন্ড প্রকৃতির লোকেরা গেটআপ নিয়ে বাবা সেজে, মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণার জাল বিছিয়ে সহজ সরল মানুষকে নি:স্ব করে দেয়। কথায় আছে বাবারও বাবা আছে। এই অদৃশ্য বাবাদের চরিত্র কেমন তা জানা যাবে এ নাটকে।

নাটকটি বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।