ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মিশা-জায়েদকে বয়কট প্রত্যাহারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
মিশা-জায়েদকে বয়কট প্রত্যাহারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম .

অস্থিরতা বিরাজ করছে এফডিসি পাড়ায়। ‘চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের পক্ষ থেকে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ করে ‘বয়কট’র ঘোষণা দেওয়া হয়েছে।

এর প্রেক্ষিতে ৭ দিনের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে শিল্পীরা কর্মবিরতিতে যাবে বলে আল্টিমেটাম দিয়েছে শিল্পী সমিতি।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব হলরুমে শিল্পী সমিতির প্রবীণ ও নবীন শিল্পীদের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।

সেসময় অভিনেতা মিশা সওদাগর বলেন, আমরা চলচ্চিত্রের উন্নয়ন চাই। কিন্তু দুঃখ একটাই, আমাকে বয়কট করা হলো। জায়েদের যদি কোনো অন্যায় থাকে, আমাদের লিখিত আকারে দিতেন। আমরা নিজেরা বসে সমস্যার সমাধান করতাম। আমরা চলচ্চিত্রের এই ক্রান্তিকালে শান্তি চাই। আমরা শিগগিরই ক্ষণিকের ভুলটাকে শুধরে নেবো। ৭ দিনের মধ্যে বিষয়টি সুরাহা না হলে সাংগঠনিকভাবে আমরা কর্মবিরতিতে যাবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ডিপজল, অঞ্জনা, রুবেলসহ কয়েকশো শিল্পী।

পরিচালক-প্রযোজকদের উদ্দেশ্য করে ইলিয়াস কাঞ্চন বলেন, আপনারা চলচ্চিত্রের অংশ যেমন আমরাও চলচ্চিত্রের অংশ। কেউ কাউকে বাদ দিয়ে চলচ্চিত্র এগুতে পারবেন না। ভুলভ্রান্তি মানুষের হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে ভুল করে না। যদি কিছু হয়ে থাকে সবাই মিলে বসে সমাধান করি। সিনিয়ররা মিলে সবকিছু ঠিক করে দিই।

এদিকে রোববার (১৯ জুলাই) শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা। এ প্রসঙ্গে শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে চিত্রনায়ক রুবেল জানান, যোগ্য শিল্পী হলে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।