ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পর্দায় সুশান্তের জীবনের গল্পে দেখা যাবে টিকটক তারকা শচীনকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
পর্দায় সুশান্তের জীবনের গল্পে দেখা যাবে টিকটক তারকা শচীনকে সুশান্ত সিং রাজপুত ও শচীন তিওয়ারি

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর রাতারাতি ভাইরাল হয়েছিলেন ভারতের টিকটক তারকা শচীন তিওয়ারি। সুশান্তের সঙ্গে তার চেহারার অদ্ভুত মিল থাকায় আলোচনায় আসেন তিনি।

এবার সুশান্ত সিং রাজপুতের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। আর সে সিনেমাতেই এই টিকটক তারকাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে।  

সিনেমাটি নাম দেওয়া হয়েছে ‘সুইসাইড অউর মার্ডার: অ্যা স্টার ওয়াজ লস্ট’। বিজয় শেখর গুপ্তের প্রযোজনায় এটি পরিচালনা করবেন শমীক মৌলিক। নির্মাতারা বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইতিমধ্যে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। যেখানে শচীন তিওয়ারিকে সিনেমাটির অভিনেতা হিসেবে পরিচয় করিয়ে দেন নির্মাতা।  

পরিচালক জানান, চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। শুটিং লোকেশন রাখা হয়েছে মুম্বাই এবং পাঞ্জাবে। আর মুক্তি পাবে এ বছরেরই ডিসেম্বরে।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।