ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

জাহিদ হাসান অসুস্থ, ঈদের নাটকের শুটিং করছেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
জাহিদ হাসান অসুস্থ, ঈদের নাটকের শুটিং করছেন না

করোনার কারণে বিরতির পর নাটকের শুটিং শুরু হলে কাজে ফেরেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কাজ করছিলেন তিনি।

ঈদুল আযহা উপলক্ষে বেশকিছু নাটকেও শিডিউল দেন এই অভিনেতা। কিন্তু হঠাৎ জ্বর ও ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হাওয়ায় ঈদের সব শুটিং বাতিল করতে হয়েছে তাকে।

বিষয়টি জাহিদ হাসান নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সপ্তাহে জ্বর ও ঠাণ্ডাজনিত অসুস্থতা দেখা দিলে করোনা পরীক্ষা করান। তবে রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে নিরাপদ থাকতে আপাতত বেশ কিছুদিন শুটিং থেকে বিরত থাকছেন এই তারকা।

জাহিদ হাসান বলেন, বেশ কিছুদিন আগে শুটিং থেকে বাসায় ফিরলে হঠাৎ আমার প্রচণ্ড জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। চিন্তা হচ্ছিল তাই করোনা টেস্ট করাই। কিন্তু সেটা নেগেটিভ আসে।

তিনি আরো জানান, ২৭ জুলাই পর্যন্ত তার শুটিংয়ের শিডিউল দেওয়া ছিল। কিন্তু অসুস্থতার কারণে সবাইকে শুটিং করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

জাহিদ হাসান সর্বশেষ অভিনয় করেন হিমু আকরাম পরিচালিত ঈদের নাটক ‘গফুর কাকার তরমুজ’-এ। তার বিপরীতে অভিনয় করেন সানজিদা প্রীতি।

জাহিদ হাসান প্রসঙ্গে হিমু আকরাম বাংলানিউজকে বলেন, আমার নাটকের শুটিং শেষ হওয়ার পর জানতে পারি জাহিদ ভাইয়ের জ্বর। পরে ওনার সঙ্গে কথা হলে তিনি আমাকে বলেছেন স্বাভাবিক ফ্লু জ্বর, গুরুতর কিছুই না। পরে তিনি করোনা টেস্ট করালে তা নেগেটিভ আসে। তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। এখন তিনি অনেকটাই সুস্থ।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।