ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মা হচ্ছেন পপ তারকা নিকি মিনাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
মা হচ্ছেন পপ তারকা নিকি মিনাজ নিকি মিনাজ

মার্কিন পপ তারকা নিকি মিনাজ মা হচ্ছেন। খুব শিগিগরই তার প্রথম সন্তান পৃথিবী আলো দেখতে যাচ্ছে।

সুখবরটি নিকি মিনাজ নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ তোলা বেশকিছু ছবি শেয়ার করেছেন এই র‍্যাপার। ছবির ক্যাপশনে লেখেন, ‘গর্ভাবস্থায়’।  

নিকি মিনাজ আরেকটি পোস্টে লেখেন, ভালোবাসা। বিয়ে। শিশু বহন। কৃতজ্ঞতার সঙ্গে আমি উচ্ছ্বাসিত। আমাকে শুভেচ্ছার জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।  

২০১৯ সালে নিকি মিনাজ আরেক র‍্যাপার কেন্নেথ পিটির সঙ্গে ঘর বাঁধেন। এর আগে দীর্ঘ সময় বন্ধুত্ব ছিল। তাদের সংসারে প্রথম সন্তান জন্ম নিতে যাচ্ছে। এজন্য তারা দুজনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বিলবোর্ডে হট ১০০ গানের তালিকায় দু’বার শীর্ষ অবস্থান স্পর্শ করেছেন নিকি মিনাজ।  বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা রয়েছে। তাকে সবসময় মঞ্চে খোলামেলা পোশাকে পরিবেশনার করতে দেখা যায়। যে কারণে গত বছর সৌদি আরবে কনসার্টে অংশ নেওয়ার কথা থাকলেও দেশটিতে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি তা বাতিল করেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।