ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

৭ বছর পর টিভি পর্দায় জয়া আহসানের নতুন নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
৭ বছর পর টিভি পর্দায় জয়া আহসানের নতুন নাটক জয়া আহসান

এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ জয়া আহসান বর্তমানে মাতাচ্ছেন বড় পর্দা। দুই বাংলায় সমান তালে অভিনয় করছেন তিনি।

তবে এখন আর নাটকে পাওয়া যায় না তাকে। প্রায় ৭ বছর ধরে ছোট পর্দা থেকে দূরে রয়েছেন এই নন্দিত অভিনেত্রী।

কিন্তু চমকপ্রদ তথ্য হচ্ছে, আসন্ন ঈদুল আযহায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে জয়া আহসানের নতুন নাটক! তবে ‘স্বপ্ন ভঙ্গ’ নামের নাটকটির শুটিং শেষ হয়েছে ২০১৩ সালে। কিন্তু এতদিন এটি প্রচারে আসেনি। তাই একদম নতুন নাটক হিসেবেই এটি মুক্তি পাচ্ছে ৭ বছর পর।

বিষয়টি জানিয়েছেন নাটকটির প্রযোজক জসিম উদ্দিন মুন। তিনি বলেন, ২০১৩ সালে ‘স্বপ্ন ভঙ্গ’ নির্মাণ করি। শুটিং ও সম্পাদনার কাজ শেষ করে নাটকটির রচয়িতা ও নির্মাতা আসফাক লন্ডনে চলে যান। কিছুদিন পর সেখানেই তিনি মারা যান। এরপর নাটকটি আর প্রচার হয়নি। তবে সাত বছর পর এটি টিভিতে প্রচারের জন্য উদ্যোগ নিয়েছি।  

নাটকের গল্পে দেখা যাবে, সাহেদ ও অনি শুরু করেন তাদের নতুন সংসার। সুখের এই জীবনে হঠাৎ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। এরপর জীবনে ঘটতে থাকে নানা রকম ভৌতিক ঘটনা। তারা মুখোমুখি হন দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের। এই ভৌতিক ঘটনার ভেতর দিয়েই এগুতে থাকে নাটকের গল্প।

ঈদের সপ্তম দিন রাত ৯টায় আরটিভিতে ‘স্বপ্ন ভঙ্গ’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।