ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ইমরানের হাত ধরে সিঁথি সরকারের প্রথম গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
ইমরানের হাত ধরে সিঁথি সরকারের প্রথম গান ইমরানের সঙ্গে সিঁথি ও নাদিয়া

খুদে শিল্পীদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’য় তৃতীয় স্থান অর্জন করে সিঁথি সরকার। প্রথমবারের মতো প্রকাশ পেতে যাচ্ছে তার মৌলিক গান।

সংগীতশিল্পী ইমরান মাহমুদের হাত ধরে গানটি প্রকাশ হচ্ছে।

ঈদ উপলক্ষে ‘জানি পাবো না’ শিরোনামের গানটি প্রকাশ করছে সিএমভি। এর কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতের পাশাপাশি সিঁথির সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইমরান।

সিঁথিকে নিয়ে গান করা প্রসঙ্গে ইমরান জানান, তিনি ‘গানের রাজা’র বিচারক ছিলেন। তখন অডিশন রাউন্ডেই তিনি সিঁথিকে কথা দেন তার প্রথম গান নিজেই তৈরি করে দেবেন।  

ইমরানের ভাষ্যে, সিঁথিকে বলেছিলাম, তোমাকে নিয়ে একটা দ্বৈত গান করবো। কারণ, ওর বয়স কম হলেও কণ্ঠটা খুবই পরিণত। যেটা অন্যদের ছিল না। সবমিলিয়ে ওর জন্য এই রোমান্টিক গানটি করা।  

গানটির সঙ্গে গল্পনির্ভর একটি ভিডিও তৈরি করা হয়েছে। এতে নায়ক ইমরানের সঙ্গে নায়িকা হয়েছেন মডেল নাদিয়া মীম। এটির নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা।

সিএমভি সূত্র জানায়, ২৪ জুলাই ‘জানি পাবো না’র অডিও ও ভিডিও একযোগে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ দেশের বেশিরভাগ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সিঁথি সরকার ছাড়াও এর আগে ‘গানের রাজা’র প্রথম ও দ্বিতীয় প্রতিযোগী লাবিবা ও শফিকুল ইসলামের জন্য গান করেছেন ইমরান। এবার এই গায়ক হাজির হচ্ছেন সিঁথি সরকারকে নিয়ে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।