ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রুবাইয়েত জাহানের নতুন গান ‘দুটি চোখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
রুবাইয়েত জাহানের নতুন গান ‘দুটি চোখ’ রুবাইয়েত জাহানের নতুন গান ‘দুটি চোখ’র একটি দৃশ্য

ব্রিটিশ প্রবাসী চট্টগ্রামের মেয়ে রুবাইয়েত জাহান পপসংগীতসহ নানা ধরনের গান করে থাকেন। বাংলার বাইরে ইংরেজি, উর্দু, হিন্দিতেও তার গানের উল্লেখযোগ্য দর্শক রয়েছে।

 

এছাড়া ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে তার গায়কী বেশ প্রশংসিত। বাংলা সিনেমায় প্লেব্যাক করে কুড়িয়েছেন প্রশংসা। গানের চর্চা করে যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘দুটি চোখ’। গানটি লিখেছেন ও সুরারোপ করেছেন হীরা কাঞ্চন হীরক। সংগীতায়োজনে আছেন লন্ডন প্রবাসী রাজা কাশেফ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সেমি ক্লাসিক ঘরানার এই গানটি মনোমুগ্ধরকর চিত্রায়ন করে ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। রুবাইয়েত জাহানের সঙ্গে ভিডিওতে দেখা যাবে রাজা কাশেফকে।

এ গান প্রসঙ্গে রুবাইয়াত জাহান বলেন,  গানটি প্রেমিককে কাছে পাওয়ার যে আকুলতা, সেটিরই বহি:প্রকাশ। আমার বিশ্বাস, সবশ্রেণীর শ্রোতাদের ভালো লাগবে গানটি। আর ভিডিওটিও সবার নজর কাড়বে বলে আশা করছি। চমৎকার সব চিত্রায়ন আছে ভিডিওতে।
  
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘দুটি চোখ’র ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক অ্যাপ ও রবি স্প্ল্যাশ এ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।