ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বাজি ধরা হচ্ছে কিয়ারা আদভানিকে নিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
বাজি ধরা হচ্ছে কিয়ারা আদভানিকে নিয়ে কিয়ারা আদভানি

বক্স অফিস মাতানো সিনেমা উপহার দিতে না পারলেও বলিউডে খুব কম সময়ে বেশ সফলতার মুখ দেখেছেন কিয়ারা আদভানি। তবে এবার হয়তো সেই অভিজ্ঞতাও হতে যাচ্ছে তার।

 

সিনেমার বড় বাজেট মানেই বড় বাজি। এবার সেই বাজি ধরা হচ্ছে কিয়ারাকে নিয়ে। তবে বলিউডের কোনো সিনেমা নয়, এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে তাকে। নির্মাতা নাগ অশ্বিনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। এখন পর্যন্ত সিনেমার নাম ‘প্রভাস ২১’। পরবর্তীতে তা পরিবর্তন হতে পারে।

সিনেমাটিতে প্রভাসের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জল্পনা। প্রথমে নায়িকা চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনের নামও শোনা গেলেও বর্তমানে এ তালিকার শীর্ষে রয়েছেন কিয়ারা। মানে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও ‘প্রভাস ২১’ সিনেমার জন্য কিয়ারাকেই নির্বাচন করা হয়েছে।

সায়েন্স ফিকশন ঘরানার বিগ বাজেটের এই সিনেমায় দীপিকাকে নিতে চেয়েছিলেন নির্মাতা নাগ অশ্বিন। কিন্তু মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন তিনি।  

শুধু তাই নয়, সিনেমার হিন্দি সংস্করণের থিয়েটিক্যাল স্বত্ত্ব দাবি করেছেন দীপিকা। এ কারণেই তাকে এ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।