ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বলিউড ছাড়লেন পরিচালক অনুভব সিনহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
বলিউড ছাড়লেন পরিচালক অনুভব সিনহা অনুভব সিনহা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউড জুড়ে চলছে চরম অস্থিরতা। এই পরিস্থিতিতে বলিউডকে বিদায় জানালেন পরিচালক অনুভব সিনহা।

 

নিজের সাম্প্রতিক টুইটে সেই কথাই জানিয়েছেন আলোচিত ‘থাপ্পড়’, ‘মুলক’, ‘তুম বিন’র মতো সিনেমার পরিচালক। তিনি টুইটারে লেখেন, ‘যথেষ্ট হয়েছে! আমি বলিউডকে বিদায় জানালাম। যা বলেছি, বুঝে নিন। ’

এখানেই থেমে থাকেননি ‘তুম বিন’খ্যাত এই পরিচালক। তিনি টুইটারে নিজের নাম বদলে ফেলেন। অনুভব সিনহার পাশে যোগ করেন ‘নট বলিউড’ শব্দটি। পরিচালকের এই সিদ্ধান্তে হতাশ অনুরাগীরা। এর পরেও থামেনি বিতর্ক।  

বেশ কিছু সংবাদমাধ্যম এই খবরের শিরোনাম- ‘তাপসী পান্নুর থাপ্পড় পরিচালক’ হিসেবে তাকে উল্লেখ করলে বেশ চটে যান পরিচালক। তিনি ক্ষোভ ঝেড়ে দেন টুইটারে। জবাবে তাপসী লেখেন, ‘এই জন্যই বোধহয় কিছু কিছু তারকাভাবে, তারা ফিল্মের চেয়েও বড়। কিন্তু অনুভব তাপসীকে রিপ্লাই দেন- ‘আমি তোকে ভালোবাসি। ’ 

উল্লেখ্য, অনুভব সিনহার পরিচালনায় ‘মুলক’ এবং ‘থাপ্পড়’ সিনেমায় কাজ করেছেন তাপসী।  

অনুভব সিনহার পদচিহ্ন অনুসরণ করে বলিউড থেকে সরে দাঁড়ানোর কথা জানান পরিচালক সুধীর মিশ্রও। তিনি লেখেন, ‘বলিউড কী? আমি সত্যজিত্ রায়, রাজ কাপুর, ঋত্বিক ঘটক, বিমল রায়, মৃণাল সেন, তপন সিনহা, কেতন মেহতা, গুলজার প্রমুখের মতো মহান পরিচালকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সিনেমার অংশ হতে এসেছিলাম। আমি সেখানেই থাকব। ’ 

অনুভব সিনহা বলিউডে যাত্রা শুরু করেন ‘তুম বিন’ (২০০১) সিনেমার মাধ্যমে। সদ্যই ১৯ বছর পূর্ণ করেছে এই সিনেমা। এর মাধ্যমেই দর্শকরা সবচেয়ে বেশি মনে রেখেছে অনুভব সিনহাকে। এছাড়াও শাহরুখ খানের ‘রাওয়ান’ সিনেমার পরিচালকও তিনি। সাম্প্রতিক সময়ে ‘মুলক’, ও ‘থাপ্পড়’র মতো বাস্তববাদী বিষয় নিয়ে সিনেমা তৈরি করেছেন এই পরিচালক।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।