ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মারজুক-টয়াকে নিয়ে হিমুর ‘বেদানা বিবির বিন্নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
মারজুক-টয়াকে নিয়ে হিমুর ‘বেদানা বিবির বিন্নি’ মারজুক রাসেলের সঙ্গে হিমু আকরাম ও মারজুক রাসেলের সঙ্গে মুমতাহিনা টয়া

পুরনো ঢাকার বদরাগী বেদানা বিবির আদুরে মেয়ে বিন্নি ও তার লজিং মাস্টার আজগরের সঙ্গে লুকিয়ে প্রেম কারার গল্প নিয়ে পরিচালক হিমু আকরাম নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘বেদানা বিবির বিন্নি’। এতে জুটি বেঁধেছেন অভিনেতা মারজুক রাসেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া।

গত সোমবার (২০ জুলাই) পুরনো ঢাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে লজিং মাস্টারের চরিত্রে মারজুক ও তার ছাত্রীর চরিত্রে টয়াকে দেখা যাবে। নাটকের প্রয়োজনে মারজুক রাসেলকে পরতে হয়েছে বোরকা আর টয়াকে মুখে মাখতে হয়েছে কালি!

নাটকটি প্রসঙ্গে হিমু আকরাম বাংলানিউজকে বলেন, মারজুক রাসেলকে নিয়ে এর আগেও দুইটি ধারাবাহিক করেছি। টেলিফিল্ম করেছি অনেকগুলো। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ মজার। আমরা প্রতিটা কাজের আগে গল্প নিয়ে প্রচুর কথা বলি আমি। তবে টয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তার কাজের প্রতি দায়বদ্ধতা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।  

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে তার পরিচালিত মোট চারটি নাটক টেলিভিশনে প্রচার হবে। এরমধ্যে 'বেদানা বিবির বিন্নি' ছাড়া আরও রয়েছে- জাহিদ হাসান ও  সানজিদা প্রীতির 'গফুর কাকার তরমুজ', মীর সাব্বির ও ফারিয়া শাহরিনের 'ওস্তাদ আলিচাদ বক্সি' ও ইরফান সাজ্জাদ ও হিমির 'বিন্তি'।

এছাড়া তার প্রযোজনায় নিউইয়র্কে তাহসান খান ও মোনালিসাকে নিয়ে নির্মিত হয়েছে নাটক 'দেখা হবে'। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।

‘বেদানা বিবির বিন্নি’তে আরও অভিনয় করেছেন- সোহেল খান, মোনালিসা দীপা, ইকবাল হোসেন, চাষি আলম, রাজু আহসান ও দাউদ। ঈদে চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।